এআই ওয়েব ব্রাউজার নিয়ে আসছে ওপেনএআই, গুগল ক্রোমের সামনে নতুন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৫ এ ১০:০৬ এএম
এআই ওয়েব ব্রাউজার নিয়ে আসছে ওপেনএআই : ছবি সংগৃহীত

এআই ওয়েব ব্রাউজার নিয়ে আসছে ওপেনএআই : ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান ওপেনএআই এবার বাজারে আনছে একটি সম্পূর্ণ নতুন এআই-চালিত ওয়েব ব্রাউজার। গুগলের অত্যন্ত জনপ্রিয় ক্রোম ব্রাউজারকে সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি এমন একটি ব্রাউজার তৈরি করছে, যা এআই টুলসের মাধ্যমে ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতায় ব্যাপক পরিবর্তন আনবে। একাধিক অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ ব্রাউজারটি উন্মুক্ত করা হতে পারে।

বর্তমানে ওয়েব ব্রাউজার বাজারে গুগল ক্রোম একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। তবে ওপেনএআই এবার সেই জায়গায় ভাগ বসাতে চায়। তাদের নতুন ব্রাউজারে থাকবে চ্যাটজিপিটির মতো একটি ইন-বিল্ট এআই চ্যাট ইন্টারফেস, যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও সরাসরি ও গতিশীলভাবে তথ্য অনুসন্ধান করতে পারবে। ফলে সার্চ রেজাল্ট থেকে বিভিন্ন লিংকে ক্লিক করে ঘোরাঘুরির পরিবর্তে ব্যবহারকারীর অনেক কাজ চ্যাট ইন্টারফেসেই শেষ হয়ে যাবে।

তবে বিষয়টি নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে, কারণ ওপেনএআই এর এআই ব্রাউজারটি ব্যবহারকারীর তথ্য বা ডেটা আরও গভীরভাবে বিশ্লেষণ ও সংগ্রহ করতে পারবে। অনেক বিশ্লেষকের মতে, এটি গুগলের মতো ডেটা-নির্ভর বিজ্ঞাপন ব্যবসার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। বর্তমানে গুগলের আয়ের একটি বড় অংশই আসে ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণের মাধ্যমে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখিয়ে।

রয়টার্স আরও জানায়, ওপেনএআই এর ব্রাউজার শুধুমাত্র একটি সফটওয়্যার নয়, বরং এটি প্রতিষ্ঠানটির বৃহৎ পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি চায় তাদের বিভিন্ন এআই সেবা— যেমন চ্যাটজিপিটি, কোড ইন্টারপ্রেটার, এবং এআই অ্যাসিস্ট্যান্ট—একই প্ল্যাটফর্মে আনা হোক, যাতে ব্যবহারকারীরা সহজেই ব্যক্তিগত ও পেশাগত কাজে এগুলো ব্যবহার করতে পারে।

বিশ্লেষকদের ধারণা, ওপেনএআই যদি এই ব্রাউজার সফলভাবে বাজারে আনতে পারে, তবে এটি গুগলের একচেটিয়া আধিপত্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ব্রাউজিং জগতে শুরু হতে পারে এক নতুন এআই যুগের।


আজকের প্রথা/মে-হা