নতুন ফিচার আনছে স্পটিফাই-সঙ্গে সাবস্ক্রিপশন ফি বাড়ানোর ঘোষণা


ছবি : সংগৃহীত
জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই ব্যবহারকারীদের জন্য দুটি খবর দিয়েছে— একটি সুখবর, অন্যটি দুঃসংবাদ। শিগগিরই নতুন ফিচার যুক্ত হতে যাচ্ছে প্ল্যাটফর্মটিতে। তবে একই সঙ্গে সাবস্ক্রিপশন ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিষয়টি ফিন্যান্সিয়াল টাইমসকে নিশ্চিত করেছেন স্পটিফাইয়ের কো-প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার অ্যালেক্স নরস্ট্রম। তিনি জানান, বিশ্বজুড়ে এক বিলিয়ন ব্যবহারকারী অর্জনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি এগোচ্ছে এবং নতুন সব ফিচার সংযোজনের পরিকল্পনা করছে।
গত আগস্টে স্পটিফাই জানিয়েছিল, লাভ বাড়ানোর অংশ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর থেকে সাবস্ক্রিপশন ফি বাড়ানো হবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। অঞ্চলভেদে মূল্য ১০.৯৯ ইউরো থেকে বাড়িয়ে ১১.৯৯ ইউরো করা হবে, যা মার্কিন ডলারে দাঁড়াবে প্রায় ১৪.০৫।
তবে মূল্য বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন করলে বার্তা সংস্থা রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। স্পটিফাই কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি নতুন প্রযুক্তি সংযোজনের জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাবস্ক্রিপশন ফি বৃদ্ধির কারণে কিছু ব্যবহারকারীর অসন্তোষ দেখা দিলেও নতুন ফিচারগুলো বাজারে আসলে তা ব্যবহারকারীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে।