অ্যাপলের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ - মামলার হুমকি ইলন মাস্কের


ইলন মাস্ক ছবি : সংগৃহীত
অ্যাপ স্টোরের নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও এক্সএআই-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা এক পোস্টে তিনি অভিযোগ করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানকে অ্যাপ স্টোরের র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছাতে দিচ্ছে না। তাঁর দাবি, এই আচরণ কার্যত অন্য প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া অসম্ভব করে তুলছে, যা অ্যান্টিট্রাস্ট আইনের স্পষ্ট লঙ্ঘন।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে প্রকাশিত পোস্টে মাস্ক জানান, এক্সএআই শিগগিরই অ্যাপলের এই প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। তাঁর মতে, অ্যাপল ও ওপেনএআই-এর অংশীদারিত্ব সরাসরি প্রতিযোগিতা আইনের পরিপন্থী। বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ওপেনএআই-এর চ্যাটজিপিটি অ্যাপটি সর্বাধিক ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে শীর্ষে রয়েছে, যেখানে মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই-এর তৈরি ‘গ্রোক’ অ্যাপটি পঞ্চম স্থানে অবস্থান করছে।
মাস্ক প্রশ্ন তোলেন, অ্যাপল কি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে? তাঁর ইঙ্গিত ছিল— অ্যাপল সচেতনভাবে ‘গ্রোক’-এর প্রচার এড়িয়ে যাচ্ছে। এই মন্তব্যের মধ্য দিয়ে মাস্ক আবারও প্রযুক্তি দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এর আগে জুন মাসে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশ্য বিতর্কে জড়িয়েছিলেন। এবার তাঁর লক্ষ্যবস্তু অ্যাপল ও ওপেনএআই।
এ বিষয়ে অ্যাপল ও ওপেনএআই-এর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রযুক্তি খাতে মাস্ক ও ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন বিদ্যমান। একসময় তারা একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করলেও পরবর্তীতে মতপার্থক্যের কারণে সেই পথচলা ভেঙে যায়।
বর্তমানে এক্সএআই-এর অধীনে গ্রোক কৃত্রিম বুদ্ধিমত্তা দল পরিচালিত হচ্ছে এবং মাস্কের মালিকানায় এক্স সামাজিক যোগাযোগমাধ্যম সক্রিয় রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স, ব্লুমবার্গ