সিলেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উত্তেজনা

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১০ অক্টোবর, ২০২৫ এ ৪:৫৩ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার পর থেকে পৌর সদরের বাসিয়া ব্রিজ এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় দৌলতপুর ইউনিয়নে। এই সমাবেশকে কেন্দ্র করে বুধবার থেকেই ইলিয়াসপন্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। সমাবেশ শেষে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুন কবিরের সমর্থকরা পৌর সদরে মিছিল বের করলে বাসিয়া ব্রিজ এলাকায় কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

প্রায় দেড় ঘণ্টা ধরে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বাজার এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। রাত পৌনে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”

উল্লেখ্য, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে বেশ কিছুদিন ধরেই অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে। নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা দীর্ঘদিন ধরে এই আসনে মনোনয়ন প্রত্যাশী। অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হুমায়ুন কবিরও একই আসনে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে দলের দুই বলয়ের মধ্যে দ্বন্দ্ব ও ক্ষোভের পারস্পরিক প্রকাশ ঘটছে, যার পরিণতি বৃহস্পতিবার রাতের সংঘর্ষে রূপ নেয়।