সাংস্কৃতিক পর্ব শুরু, সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৫ এ ৫:০৯ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে শনিবার সকাল থেকেই লাখো মানুষের ঢল নামে। সমাবেশ শুরুর আগেই পুরো উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সারা দেশ থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে আসা নেতা-কর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন।

নেতাকর্মীদের অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। কেউ টি-শার্ট, কেউ পাঞ্জাবিতে ধারণ করেছিলেন জামায়াতের মনোগ্রাম। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে বাইরেও হাজার হাজার নেতাকর্মীর অবস্থান দেখা যায়।

সকাল সাড়ে ৯টার দিকে মঞ্চে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জামায়াত আমিরের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ সমাবেশে সবার সহযোগিতা কামনা করেন।

সাংস্কৃতিক পর্ব শুরু হয় নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই, সকাল ৯টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল্লাহ মানসুর।

সমাবেশ ঘিরে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। তারা গেট নির্দেশনা, শৃঙ্খলা বজায় রাখা এবং আগতদের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবকরা।

জামায়াতের এই জাতীয় সমাবেশ ৭ দফা দাবির ভিত্তিতে আয়োজিত। দাবির মধ্যে রয়েছে জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, প্রবাসীদের ভোটাধিকার, এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

 

আজকের প্রথা/এআর