শেখ হাসিনার মতো নারী স্বৈরাচার নেই - জেহাদ খান


জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খান। ছবি: সংগৃহীত
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান এক বক্তব্যে বলেন, শেখ হাসিনা বিশ্বের ইতিহাসে প্রথম নারী স্বৈরাচার। ইতিহাসে ফেরাউন, নমরুদ কিংবা স্ট্যালিনের মতো স্বৈরশাসকের নাম শোনা গেলেও কোনো নারী শাসকের ক্ষেত্রে এরূপ উদাহরণ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, একজন নারী হয়ে শেখ হাসিনা যা করেছেন তা মানবসভ্যতার ইতিহাসে নজিরবিহীন। সংবিধানের দোহাই দিয়ে তিনি জনগণের ওপর অন্যায় চাপিয়ে দিয়েছেন। বিশ্ব ইতিহাসে জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটানো দুষ্কর হলেও বাংলাদেশে জনগণের আন্দোলন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
“জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়” শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
অধ্যাপক কর্নেল (অব.) জেহাদ খান আরও বলেন, বাংলাদেশের জনগণ পৃথিবীর সামনে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে এই অর্জন ধরে রাখতে হলে জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান অপরিহার্য। অন্যথায় অতীতের মতো পুনরায় স্বৈরাচারের পুনরুত্থানের আশঙ্কা থেকেই যাবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময়ে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে ফ্যাসিবাদীরা ক্ষমতায় এসেছিল। জনগণের আন্দোলনের কারণেই তারা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং জুলাই ঘোষণা ও সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে।
সেমিনারে অন্যান্য বক্তারাও বলেন, জনগণের দাবি ও রাজনৈতিক দলগুলোর অভিন্ন প্রয়াস ছাড়া ফ্যাসিবাদকে প্রতিহত করা সম্ভব নয়। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং জনগণের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।