শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষ্য আজ! বিস্তারিত জানুন।


সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের—আজ শুনানি দ্বিতীয় সাক্ষীর। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ৯টার দিকে দ্বিতীয় সাক্ষী হিসেবে রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় আগের দিন রবিবার রাষ্ট্রপক্ষ তাদের সূচনা বক্তব্য প্রদান করে, যেখানে তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করে।
উল্লেখ্য, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন—তিনজনই এই মামলায় আসামি ছিলেন। তবে বর্তমানে মামুনকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করার নির্দেশ দেয়।