রাষ্ট্রীয় শোকের তিন দিন ডিএমপির নির্দেশনা, কী কী নিষেধাজ্ঞা


রাষ্ট্রীয় শোক উপলক্ষে রাজধানীতে নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই শোককালীন সময়ে রাজধানীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বেশ কিছু নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, বেগম খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রয়াণে ঢাকা মহানগর পুলিশ গভীর শোক প্রকাশ করেছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো থেকেও নগরবাসীকে বিরত থাকতে বলা হয়েছে।
এছাড়া শোকের প্রতি সম্মান জানিয়ে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না। ডিজে পার্টি, র্যালি কিংবা শোভাযাত্রার মতো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি আরও জানায়, এই সময়ে উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা এমন কোনো কার্যকলাপ করা যাবে না, যা জনভোগান্তি বা গণ-উপদ্রব সৃষ্টি করতে পারে। শোকের পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযত আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের এই সময়ে সবাই যেন আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এবং ঘোষিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন।










