মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়: রিজভী


রুহুল কবির রিজভী। ছবি:সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আজ আমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছি। কোথাও কোথাও মাজার ভাঙা হচ্ছে, এমনকি লাশ পুড়িয়ে দেওয়ার মতো বেদনাদায়ক ঘটনা ঘটছে। অথচ রাসুল (সা.) এর শিক্ষা এসব কিছু কখনোই সমর্থন করে না।”
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, “আমরা আজ গণতন্ত্র ও রাষ্ট্রীয় চেতনার কথা বলি, অথচ রাসুল (সা.) আমাদের সামনে যে ঐক্য ও মানবতার অনুপম আদর্শ রেখে গেছেন, তা থেকে দূরে সরে যাচ্ছি।”
তিনি বলেন, “রাসুল (সা.) আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে যে আত্মত্যাগ ও চরিত্রের নিদর্শন রেখে গেছেন, তা অনুসরণ করলেই সমাজ থেকে অন্যায়, হানাহানি ও পাপাচার দূর হতো। অথচ আমরা নিজেদের মধ্যেই বিভাজনে নিমজ্জিত। ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বিভক্তি তৈরি করা হচ্ছে।”
রিজভী সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “এই দেশের সাবেক এক প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন যে, তিনি মদিনা সনদের আদলে দেশ পরিচালনা করবেন। অথচ তার মন্ত্রীর নামে লন্ডনে ১৪০টি বাড়ি, এবং তার সন্তানদের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি—এসবই প্রমাণ করে সেই কথার কোনো ভিত্তি ছিল না।”
তিনি আরও বলেন, “আমাদের নেত্রী মিথ্যা মামলায় বছর পর বছর কারাবন্দি থেকেছেন, অথচ অনেকেই আজ দেশের বাইরে থেকে ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন। এই ধরনের অপতৎপরতা দেশের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।”
তৌহিদী জনতার নামে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, “বাংলাদেশ একটি ধর্মীয়ভাবে সহনশীল দেশ। এখানে আলেমরা পূজামণ্ডপ পাহারা দেন। অথচ আজ এমন দেশে মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেওয়ার মতো বিভৎস ঘটনা ঘটছে। বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিশ্বাস করি, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা উচিত।”
মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু এবং ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, যিনি মোনাজাত পরিচালনা করেন।









