পলাতক ফ্যাসিস্টদের এখনো অনুশোচনা নেই - রিজভী


রুহুল কবির রিজভী। ফাইল ছবি
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বুধবার সারা দেশের জেলা ও মহানগরে বিজয় র্যালি আয়োজন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে দুপুর ২টায় র্যালি বের করা হবে। এতে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। কর্মসূচিকে ঘিরে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "যারা বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ফ্যাসিস্ট শাসনের তুলনা করতে চান, তাদের স্মরণ করিয়ে দিতে চাই—৫ আগস্ট যা ঘটেছে, তা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসেও নজিরবিহীন। গণভবন, সংসদ, আদালত, মসজিদ—সব ফেলে পালিয়েছে ফ্যাসিস্ট চক্র। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এই পলাতকদের মনে এখনো কোনো অনুশোচনা নেই।" তিনি আরও বলেন, “সময় পেরিয়ে যাচ্ছে দ্রুত। কোটা সংস্কার আন্দোলনের ৩৬ দিনের রক্তাক্ত অধ্যায় বদলে দিয়েছে ইতিহাসের ধারা। এই অভ্যুত্থান শুধু ফ্যাসিবাদের পতন নয়, একটি গণতান্ত্রিক চেতনার নবজাগরণ। শেখ হাসিনার দেড় দশকের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অব্যাহত সংগ্রামই এ গণ-অভ্যুত্থানের পটভূমি তৈরি করে।”
রিজভী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের আন্দোলনের অন্যতম মাইলফলক। এটা শুধু একটি রক্তপিপাসু সরকারের পতনের স্মৃতি নয়, বরং গণতন্ত্রকামী জাতির পুনর্জন্মের সূচনার দিন। আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করে স্বপ্ন কেড়ে নিয়েছিল, ভয়ভীতির মধ্যে রেখেছিল সমগ্র জাতিকে। একের পর এক গুম, খুন, মামলা, নির্যাতন, অলিগার্কদের দৌরাত্ম্যে মানুষের মনে গভীর ক্ষত তৈরি হয়েছিল।” তিনি আরও বলেন, "তারেক রহমান গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন—কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, নারীর প্রতি সহিংস আচরণ না করে এবং অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকে। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।"
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।