নর্থ সাউথে কুরআন অবমাননা

ধর্ম অবমাননা রোধে কঠোর আইন চায় হেফাজতে ইসলাম

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫ এ ৩:১৮ এএম
কুরআন অবমাননার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি:সংগৃহীত

কুরআন অবমাননার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি:সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পালের নজিরবিহীন কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংঘটিত এই জঘন্য ঘটনায় মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দেরও উচিত ধর্মীয় পবিত্রতা ও অনুভূতির সুরক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া। তিনি বলেন, “আমরা চাই সকল নাগরিক মিলে এমন কঠোর আইন প্রণয়ন করুক, যাতে ভবিষ্যতে কোনো ধর্মাবলম্বীর পবিত্র বিশ্বাস বা প্রতীকে আঘাত করার সাহস কেউ না পায়।”

আজিজুল হক আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কিছু শক্তি পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। যেমন মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙার মতো কর্মকাণ্ডের মাধ্যমে একদল মানুষ হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করে, তেমনি ইসলামের নবী, আল্লাহ ও ধর্মীয় বিধান নিয়ে কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করে আরেক দল। এই অবমাননাকারীরা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়, বরং সবার শত্রু।

তিনি অভিযোগ করেন, দেশে কঠোর আইন না থাকায় ধর্ম অবমাননার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে এবং অনেক ক্ষেত্রে অপরাধীরা বিচার এড়িয়ে যাচ্ছে। তাই ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়ন এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। আজিজুল হক বলেন, মুসলিম শিক্ষার্থীদের ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগগুলো গভীরভাবে তদন্ত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিদ্যমান ইসলামবিদ্বেষী মনোভাব দূর করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হেফাজত বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।