দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: নাহিদ

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:২৫ এএম
এয়ারপোর্ট থেকে নুরকে দেখতে হাসপাতালে এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত

এয়ারপোর্ট থেকে নুরকে দেখতে হাসপাতালে এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলছে। আমরা চাই না বাংলাদেশকে পুনরায় অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হোক।” পাঁচ দিনের চীন সফর শেষে রোববার (৩১ আগস্ট) রাতে দেশে ফিরেই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাত ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এনসিপির প্রতিনিধিদল। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ ইসলাম চীনের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমাদের পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।”

বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান নাহিদ ইসলাম ও সারজিস আলম। রাত আনুমানিক ১১টায় তাঁরা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে সেখানে পৌঁছান। তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং গণতান্ত্রিক লড়াইয়ে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম জাতীয় পার্টি বিষয়ে কড়া অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, “জাতীয় পার্টি নব্বইয়ের গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি। তারা বিগত ১৬ বছর শুধু দালালি করে দেশের গণতন্ত্রকে কলুষিত করেছে। আমরা এই অপশক্তিকে রাজনীতির ময়দান থেকে বিতাড়িত করব। যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদেরকেও জনগণের আদালতে জবাবদিহি করতে হবে।”

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, “আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি দৃঢ়ভাবে সমর্থন করি। এদের বাংলাদেশের রাজনীতিতে থাকার ন্যূনতম অধিকার নেই।” এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।