ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩ জানুয়ারী, ২০২৬ এ ৯:৩৭ এএম
ঢাকা-৯ আসনে মনোনয়ন বাতিলের পর আপিলের কথা জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা : ছবি সংগৃহীত

ঢাকা-৯ আসনে মনোনয়ন বাতিলের পর আপিলের কথা জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা : ছবি সংগৃহীত

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত ঘোষণা করেন। মনোনয়ন বাতিলের ঘটনায় তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।

ডা. তাসনিম জারা জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরই আপিল প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি বলেন, “আমি আপিল করব। আমরা ইতোমধ্যে আপিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছি।” তার দাবি, আইন অনুযায়ী প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ বাধ্যতামূলক। এ বিষয়ে তাসনিম জারা বলেন, তিনি নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০টি বেশি স্বাক্ষর জমা দিয়েছেন। যাচাই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করে, যার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া যায়।

তবে বাকি দুইজন ভোটার ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত নন—এমন তথ্য দেখিয়ে মনোনয়ন বাতিল করা হয়। এ প্রসঙ্গে তাসনিম জারার অভিযোগ, ওই দুইজন নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার বলেই স্বাক্ষর দিয়েছিলেন। তাদের ঠিকানা খিলগাঁও এলাকায় হলেও ওই এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সুনির্দিষ্টভাবে ভোটার আসন যাচাইয়ের মতো তথ্য সাধারণ ভোটারদের পক্ষে জানা সম্ভব নয়। এমনকি ওই দুইজনের একজনের জাতীয় পরিচয়পত্রের কপিতে তিনি ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ থাকলেও নির্বাচন কমিশন বলছে, বর্তমানে তিনি ওই আসনের ভোটার নন।

উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সেদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

বর্তমানে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার নির্বাচনী ভবিষ্যৎ।