ডাকসু নির্বাচনে ভোট চেয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি:সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোট প্রার্থনা করায় ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত উপেক্ষা করে সাংগঠনিক অনুমোদন ছাড়াই ভোটারদের কাছে সমর্থন চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে খুলনা জেলার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ঘটনার সূত্রপাত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। সেখানে ইমতিয়াজ আলী সুজন নিজেকে ছাত্রদলের স্থানীয় নেতা পরিচয় দিয়ে এক ভোটারকে ফোনে ডাকসু নির্বাচনে প্রার্থী তালিকা থেকে সমর্থন চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের নজরে আসে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু হয়।
জানা যায়, ইমতিয়াজ আলী সুজন রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় পর্যায়ে ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ডাকসুর জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে প্রচারণা চালান।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক সিদ্ধান্ত বা অনুমোদন ব্যতিরেকে এ ধরনের প্রচারণা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল। সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলা রক্ষার্থে তাকে বহিষ্কার করা ছাড়া কোনো বিকল্প ছিল না।