ড. ইউনূসের ঘোষণাপত্র পাঠে বিএনপির উপস্থিতি নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৫ এ ৩:৩২ এএম
মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত

মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ আজ আনুষ্ঠানিকভাবে পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় এই ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করা হবে।

ঘোষণাপত্র পাঠের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবেন।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, “মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও থাকবেন—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমেদ।”

এর আগে সোমবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত হবে ২৬ দফার রাজনৈতিক রূপরেখা, যেখানে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, রাষ্ট্রীয় সংস্কার, মানবাধিকার, শোষণমুক্ত সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার।