নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা ও জনসমাবেশ আজ

টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
২৯ জুলাই, ২০২৫ এ ৫:৫৩ এএম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় ৯ শতাধিক পুলিশি নিরাপত্তা ছবি : আজকের প্রথা

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় ৯ শতাধিক পুলিশি নিরাপত্তা ছবি : আজকের প্রথা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ মঙ্গলবার টাঙ্গাইলে বড় পরিসরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। শহরজুড়ে তোরণ, ব্যানার, পোস্টারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

মঙ্গলবার, ২৯ জুলাই সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সোমবার রাতেই টাঙ্গাইলে পৌঁছান এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী।

শহরে পৌঁছেই তারা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে সংলাপে অংশ নেন।

আজকের পদযাত্রায় অংশ নিতে সারজিস আলম (উত্তরাঞ্চল), হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল), সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, সারোয়ার নিভা এবং ডা. তাজনুভা জাবিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, "জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী নেতাদের আগমনে টাঙ্গাইলের বিপ্লবী মাটি আবারও গর্জে উঠবে। প্রায় ২০-২৫ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা রয়েছে।"

পদযাত্রাটি সকাল ১০:৩০টায় শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে।

তিনি আরও বলেন, নিরালা মোড় ছিল ২০২৪ সালের জুলাই আন্দোলনের এক ঐতিহাসিক প্রতিরোধের কেন্দ্র। সেই স্মৃতির মাটিতে আজ আবারও পা ফেলবে এনসিপির নেতাকর্মীরা।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এই কর্মসূচিকে ঘিরে ৭০ জন এপিবিএনসহ প্রায় ৯০০ পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্নে কোনো ঘাটতি রাখা হয়নি।