জামায়াত আমির অসুস্থ, বক্তব্যের মাঝেই দুইবার মঞ্চে পড়ে যান


ছবি : সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুইবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বক্তব্য প্রদানকালে হঠাৎ তিনি মঞ্চে পড়ে যান। কিছুক্ষণ পর নিজেই উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য শুরু করেন। পরে আশপাশে থাকা নেতাকর্মীরা তাকে সহায়তা করেন। তবে কিছু সময় পর আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার পরপরই জামায়াতের চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা শুরু করে। স্বেচ্ছাসেবকরাও তৎপর হয়ে ওঠেন। পরে বসে থেকেই তিনি বক্তব্য চালিয়ে যান।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, ততদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। মুক্তি না পাওয়া পর্যন্ত এ সংগ্রাম থামবে না। সুযোগ পেলে আমি শাসক হব না, সেবক হব।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দুর্নীতি করবে না। শুল্ক ফাঁকি নয়, নিয়ম মেনে গাড়িতে চলবে।”