গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না: হাসনাত

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১১ জানুয়ারী, ২০২৬ এ ৮:০৭ এএম
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে তিনি এ কথা বলেন। তাঁর মতে, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

গণসংযোগে হাসনাত আবদুল্লাহ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশের শাসনব্যবস্থায় জবাবদিহি বাড়বে। তিনি দাবি করেন, ক্ষমতার সীমা নির্ধারণ হলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা আসবে এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংকট কাটাতে সহায়ক হবে।

দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতি বন্ধ না হলে উন্নয়ন টেকসই হয় না। তিনি একটি ট্যাংকির উদাহরণ দিয়ে বলেন, ট্যাংকিতে যতই পানি ঢালা হোক, ছিদ্র থাকলে তা ধরে রাখা যায় না। তাঁর ভাষায়, দুর্নীতিই সেই ছিদ্র। এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার নির্বাচন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষকে মাঠে সক্রিয় হতে হবে। তাঁর মতে, এবারের ভোট হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে রাখার ভোট এবং স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবির ভোট।

তিনি দাবি করেন, তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডে ভয়ভীতি বা জবরদস্তির কোনো স্থান নেই। জনগণের উদ্দেশে তিনি বলেন, ভালোবাসা ও নৈতিকতার রাজনীতির পথেই তাঁরা এগোতে চান। ভোট চাইতে গিয়ে জোরজবরদস্তির বদলে সম্মানের সঙ্গে মানুষের কাছে যাওয়াই তাঁদের নীতি।

সমাবেশের শেষে হাসনাত আবদুল্লাহ এনসিপির প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে তিনি দেবিদ্বারকে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে কাজ করবেন।