গণতান্ত্রিক সরকার গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: সালেহ শিবলী


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী। ছবি: সংগৃহীত
গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নবনিযুক্ত প্রেস সচিব এ এ এম সালেহ, যিনি সালেহ শিবলী নামে পরিচিত। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সালেহ শিবলী বলেন, একটি রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে হলে জনগণের ভাষা ও প্রত্যাশা বোঝা জরুরি। সে ক্ষেত্রে স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যম জনগণের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মনে করেন, গণমাধ্যম শক্তিশালী হলে রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিও মজবুত হয়।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে রূপরেখা তুলে ধরেছেন, তা বাস্তবায়নের জন্য জনগণের ভোটে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। আর এমন জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে গণমাধ্যমকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে।
নবনিযুক্ত প্রেস সচিব হিসেবে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে সালেহ শিবলী জানান, দল ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে চান। এ কাজে তিনি সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও স্বচ্ছতা থাকলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। দায়িত্বশীল সাংবাদিকতা সেই পরিবর্তনের পথকে আরও সুগম করতে পারে।
এর আগে শনিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ এ এম সালেহকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে দলের গণমাধ্যমসংযোগ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকা নিয়ে সালেহ শিবলীর এই বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব যে অপরিহার্য, তা আবারও স্পষ্ট হলো তার বক্তব্যে।










