২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার জানাজা ও দাফনে নিরাপত্তা জোরদার

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৫ এ ৪:৪৪ এএম
খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এভারকেয়ার হাসপাতালে বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এভারকেয়ার হাসপাতালে বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, সুষ্ঠু জানাজা আয়োজন নিশ্চিত করতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “জানাজা ও দাফন কার্যক্রম নির্বিঘ্ন ও নিরাপদে সম্পন্ন করার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে আমাদের সদস্যরা সব জায়গায় প্রস্তুত অবস্থানে রয়েছেন।”

প্রসঙ্গ ও প্রস্তুতি

জানাজা আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে রাতেই সরকারি দপ্তর থেকে জানানো হয়। নিরাপত্তা বাহিনী এ সময় সকল গুরুত্বপূর্ণ এলাকা নজরদারিতে রেখেছে। এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত নিরাপত্তার নজরদারি কড়া করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ২৭ প্লাটুন মোতায়েন করার মূল উদ্দেশ্য হলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনও ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা প্রতিরোধ করা। এছাড়া দাফন কার্যক্রম চলাকালে পথচারী ও যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে বিশেষ ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

নিরাপত্তা ও জনসমাগম

জানাজা ও দাফনের দিনে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবির সদস্যরা প্রত্যেক গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবেন। পাশাপাশি দলের স্বেচ্ছাসেবকরা ও স্থানীয় পুলিশ সদস্যরা জনগণের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবেন।

বিজিবির কর্মকর্তারা জানান, “আমরা চাই দাফন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। সকল নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। তাই এদিনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জনসমাগম নিয়ন্ত্রণের জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণ ও নেতাকর্মীরা শোক প্রকাশের পাশাপাশি শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণ করছেন।