ডাকসু নির্বাচন আজ

ভোটারদের পরামর্শ দিলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ১:৫৯ এএম
সারজিস আলম। ছবি : সংগৃহীত

সারজিস আলম। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শিক্ষার্থীরা কোন ধরনের প্রার্থীকে ভোট দেবেন—সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস শিক্ষার্থীদের সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, “নাজিরাবাজার, স্টার কাবাব কিংবা বিভিন্ন ক্লাব বা ইজম—এসবকে আজ রাত পর্যন্ত মনে রাখুন। কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে সেই প্রার্থীকে বেছে নিন যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে সবচেয়ে যোগ্য।”

তিনি আরও উল্লেখ করেন, যোগ্যতার মানে শুধু সিজিপিএ কিংবা বিষয়ের দক্ষতা নয়, বরং প্রার্থীর নেতৃত্বগুণ ও দায়িত্ববোধই মূল বিবেচনা হওয়া উচিত। তিনি লেখেন, “আপনারা এখানে কোনো একাডেমিশিয়ান নয়, বরং ভবিষ্যতের লিডার নির্বাচিত করছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বই এই নির্বাচনের মাধ্যমে গড়ে উঠবে।”

সারজিস আলম তার পোস্টে শিক্ষার্থীদের মনে করিয়ে দেন যে, প্রকৃত নেতা সেই ব্যক্তি যিনি সরকার পরিবর্তনের পরও অধিকার আদায়ে আপসহীন থাকবেন এবং যৌক্তিক দাবি তোলার ক্ষেত্রে ক্ষমতাসীনদের সঙ্গে সমানভাবে কথা বলার সাহস রাখবেন।

পোস্টে তিনি আরও লিখেন, “ইশতেহার ঘোষণা, নির্বাচিত হওয়া এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যে পার্থক্য আছে। ডাকসু নির্বাচনে আপনার ভোটের মাধ্যমে যতটা বিবেকসম্পন্ন সিদ্ধান্ত নেবেন, আগামীর বাংলাদেশও আপনাকে ততটাই ন্যায়বিচার দেবে। ডাকসুর জয় হোক।