ঢাকা-১৭ থেকে নির্বাচন করবেন তারেক রহমান, সরে দাঁড়ালেন পার্থ

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৫ এ ৮:৩৬ এএম
ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পাশে আন্দালিভ রহমান পার্থ। ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পাশে আন্দালিভ রহমান পার্থ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ জানিয়েছেন, তিনি এই আসন থেকে নির্বাচন করবেন না। তার মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ঢাকা-১৭ আসনের জন্য সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ইতোমধ্যে দুই দফায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাজনৈতিক সমঝোতা ও যুগপৎ আন্দোলনের বাস্তবতায় কিছু আসনে প্রার্থী পরিবর্তন এবং কিছু আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত নেয় দলটি। সেই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনেও এতদিন কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

এই ফাঁকা আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার হিসেবে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন আন্দালিভ রহমান পার্থ। তবে শেষ মুহূর্তে এসে তিনি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। রোববার সকালে টেলিফোনে একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আন্দালিভ রহমান পার্থ বলেন, “ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু এবং আমাদের সবার শ্রদ্ধাভাজন নেতা। দীর্ঘ নির্বাসনে থেকেও তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার প্রতি সম্মান রেখেই আমি এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।”

নিজের নির্বাচনী পরিকল্পনা প্রসঙ্গে পার্থ জানান, তিনি তার আগের নির্বাচনী এলাকা ভোলা-১ আসন থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন। ওই আসন থেকে ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং দলীয় প্রতীকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের নির্বাচন করার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শনিবার গুলশানের নিজ বাসার ঠিকানায় ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়।

এদিকে রোববার সকালে বিএনপির মিডিয়া সেল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।