নুরুল হক নুরের মন্তব্য

জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে নতুন সংকটে ফেলেছে

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২০ অক্টোবর, ২০২৫ এ ৩:১৪ এএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ফেসবুক পোস্টে দেওয়া রাজনৈতিক মন্তব্য আলোচনায়। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ফেসবুক পোস্টে দেওয়া রাজনৈতিক মন্তব্য আলোচনায়। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, জুলাইয়ের চেতনার নামে সুযোগসন্ধানী ধান্দাবাজি ও চাঁদাবাজি দেশের জন্য নতুন রাজনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টি করেছে। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, গত এক বছরে জুলাইয়ের চেতনার ব্যানারে ভাগ-বাঁটোয়ারা, ধান্দাবাজি ও চাঁদাবাজির মাধ্যমে রাষ্ট্রকে আরও অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার ভাষায়, রাষ্ট্র পুনর্গঠনের মতো এতো বড় সুযোগ পেয়েও বাস্তবিক কোনো ইতিবাচক পরিবর্তন ঘটানো যায়নি—এটাই সবচেয়ে হতাশার বিষয়।

পোস্টে তিনি আরও মন্তব্য করেন, ‘আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটি গণতদন্ত কমিশন গঠিত হোক। যারা জুলাইয়ের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদেরও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক।’

নুরুল হক নুরের এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বিষয়টিকে রাষ্ট্রীয় জবাবদিহির প্রশ্ন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে প্রথাগত রাজনৈতিক কৌশলের অংশ বলেই মনে করছেন।

উল্লেখ্য, জুলাইয়ের চেতনার ব্যানারে গত এক বছরে বিভিন্ন রাজনৈতিক অবস্থান ও জোট পুনর্গঠনের প্রক্রিয়া সামনে আসে, যা নিয়ে সমালোচনা ও মতপার্থক্য অব্যাহত রয়েছে।