মারুফ কামাল খানের পোস্ট

শেখ মুজিবকে ‘দক্ষ নট’ আখ্যা দিলেন এনায়েতুল্লাহ খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৫ এ ৯:৫৪ এএম
শেখ মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও ‘হলিডে’ পত্রিকার সম্পাদক এ জেড এম এনায়েতুল্লাহ্‌ খান একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘দক্ষ নট’ এবং ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, দেশকে ভালোবাসতে গিয়েও শেখ মুজিব দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং এর জন্য তাকে জীবন দিয়ে মূল্য দিতে হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এনায়েতুল্লাহ্‌ খানের ওই বক্তব্যের উদ্ধৃতি শেয়ার করেন। এরপর বিষয়টি অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এনায়েতুল্লাহ্‌ খানের বক্তব্যে উল্লেখ করা হয়, শেখ মুজিব অভিনয়ের দক্ষতায় প্রতিটি নাটকীয় মুহূর্তে করতালি কুড়িয়েছেন, বাগ্মিতার মাধ্যমে সম্মোহন ও বিভ্রমের আবহ তৈরি করেছেন। তবে জাতীয় স্বাধীনতার নেতৃত্ব দিলেও রাজনৈতিক ষড়যন্ত্রের দায়ে মুক্তিকামী মানুষের প্রতি বারবার বিশ্বাসঘাতকতা করেছেন, যা তার রাজনৈতিক ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও মন্তব্য করেন, শেখ মুজিবের শাসনামলে তিন বছরের দুঃশাসনে বহু মা-বোনের বুক ভেঙেছে, শত শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরেছে, রাষ্ট্রীয় সম্পদ পাচার হয়েছে, সংস্কৃতি ও মননচর্চা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। এমনকি অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে পড়ে।

এনায়েতুল্লাহ্‌ খানের মতে, শেখ মুজিব ছিলেন গ্রীক ট্র্যাজেডির করুণ চরিত্রের মতো—শ্রেণীচেতনায় সীমাবদ্ধ, ঈর্ষান্বিত হলেও ভালোবাসায় অকৃত্রিম, কিন্তু দূর্বলতায় ভরপুর। ক্ষমতায় থাকাকালীন তিনি সমালোচককে প্রতিহত করতে দৃঢ় ছিলেন, আর দেশকে ভালোবাসতে গিয়েও দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। শেষ পর্যন্ত তার জীবন দিয়েই সেই মূল্য চুকাতে হয়েছে।

উল্লেখ্য, এ জেড এম এনায়েতুল্লাহ্‌ খান ছিলেন আন্তর্জাতিক মানের ইংরেজি সাপ্তাহিক ‘হলিডে’-এর সম্পাদক এবং বাংলাদেশের সাংবাদিকতায় এক ক্ষণজন্মা মেধাবী ও বহুমাত্রিক প্রতিভা।