পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫ এ ৮:৩৪ এএম
বিজয় দিবসে তেজগাঁও পুরোনো বিমানবন্দরের আকাশে পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েন বাংলাদেশের প্যারাট্রুপাররা। ছবি: সংগৃহীত

বিজয় দিবসে তেজগাঁও পুরোনো বিমানবন্দরের আকাশে পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েন বাংলাদেশের প্যারাট্রুপাররা। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একসঙ্গে সর্বাধিক সংখ্যক প্যারাট্রুপার জাতীয় পতাকা বহন করে প্যারাস্যুটিং করার ক্ষেত্রে এটি বিশ্বে একটি নতুন রেকর্ড। নিখুঁত সমন্বয় ও শৃঙ্খলার মাধ্যমে এই প্রদর্শনী সম্পন্ন করা হয়।

এই প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন সদস্য। প্রতিটি প্যারাট্রুপার বাংলাদেশের স্বাধীনতার প্রতিটি বছরকে প্রতীকীভাবে প্রতিনিধিত্ব করেন, যা আকাশে এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে।

এই ঐতিহাসিক আয়োজন সরাসরি প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বিভিন্ন অতিথিও উপস্থিত ছিলেন।

প্যারাস্যুটিং প্রদর্শনীর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার আকাশে কৌশলগত মহড়া প্রদর্শন করে।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে সকাল থেকেই রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। বেলা ১১টার দিকে আগারগাঁও-সংলগ্ন ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়।

নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করেন। নিরাপত্তা তল্লাশি শেষে দর্শনার্থীদের প্রবেশ করানো হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

🟢 উপসংহার

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই বিশ্ব রেকর্ডধারী আয়োজন মহান বিজয় দিবসের চেতনা ও জাতীয় গৌরবকে নতুনভাবে বিশ্ব দরবারে তুলে ধরেছে। ভবিষ্যতেও এমন আয়োজন দেশের সক্ষমতা ও ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।