ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস


ছবি:সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিপাত দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজকের দিনটিতে ঢাকাসহ মোট ১৪টি জেলায় বজ্রসহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, যেখানে বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টিও হতে পারে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আবহাওয়াগত পরিবর্তন মূলত বর্ষার শেষ ভাগের একটি প্রভাব, যা এখন দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে। ঝড়ো বাতাস ও বজ্রপাতের আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এই সময়ে হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে নগরবাসী ও নদীপথে চলাচলকারী যাত্রীদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ছোট নৌযান ও ট্রলারগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে।