জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
৩১ জুলাই, ২০২৫ এ ৭:০২ এএম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে বিক্ষোভ।  ছবি : সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, প্রায় শতাধিক আন্দোলনকারী লাল-সবুজ পতাকা হাতে নিয়ে অবস্থান করছেন। তাদের সঙ্গে ছিলেন আহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরাও। পাশে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ এবং বিজিবি সদস্য, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাদের দাবি, “জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

তারা আরও জানান, প্রতিশ্রুতি না রাখলে তারা শাহবাগে স্থায়ীভাবে অবস্থান করবেন এবং অস্থায়ী মঞ্চ তৈরি করে আন্দোলন চালিয়ে যাবেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, “শাহবাগ মোড় এবং আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

উল্লেখ্য, জুলাই সনদ নিয়ে আগেও একাধিকবার আন্দোলন হয়েছে, কিন্তু বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে এবার আরও জোরালো অবস্থানে গেছে আন্দোলনকারীরা।