কিশোরগঞ্জে বাট্টা ফাঁড়ির এসআই ফখরুল ইসলামের মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৫ এ ৩:১২ এএম
ছবি : কিশোরগঞ্জের কটিয়াদীতে কর্মরত উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম

ছবি : কিশোরগঞ্জের কটিয়াদীতে কর্মরত উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাট্টা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই ফখরুল ইসলাম দীর্ঘদিন বাংলাদেশ পুলিশ বাহিনীতে সততা, কর্মনিষ্ঠা ও সদালাপী স্বভাবের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। এর আগে তিনি মধুপুর থানা এবং ঘাটাইল থানায় দীর্ঘ দিন কর্মরত ছিলেন। তার মৃত্যুতে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী এবং সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। বাট্টা ফাঁড়ির সহকর্মীরা জানান, একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তাকে হারিয়ে তারা শোকাহত।

সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ ময়মনসিংহের ত্রিশাল নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।