আরাকান আর্মির প্রধান আয় মাদক বিক্রি: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি:সংগৃহীত
আরাকান আর্মি টিকে আছে কেবল মাদক ব্যবসার মাধ্যমেই—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বর্তমানে দেশে প্রচুর মাদক প্রবেশ করছে। তবে এর সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ মাদকও ধরা পড়ছে। নতুন নতুন ধরণের মাদক হোটেল-রেস্তোরাঁয় প্রবাহিত হচ্ছে। আমরা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। এটি নিয়ন্ত্রণ করা না গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ বিপদের মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “আরাকান আর্মির প্রধান আয়ের উৎসই মাদক। তারা মিয়ানমারের সীমান্তের বিশাল অংশ নিজেদের দখলে নিয়েছে। প্রতিদিন লাখ লাখ ইয়াবা দেশে প্রবেশ করছে। যদিও ইদানীং তারা কৃষির দিকে ঝুঁকছে, সেটি হলে মাদকের প্রবাহ কিছুটা হলেও কমবে।”
সভায় তিনি ইলিশ উৎপাদন নিয়েও আলোচনা করেন। তিনি জানান, এ বছর ইলিশের প্রজনন উল্লেখযোগ্য হারে কমেছে। এ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য নানা উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
ডাকসু নির্বাচন প্রসঙ্গেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, “গতকাল উপাচার্যের সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে কথা হয়েছে। যারা ভোট দিচ্ছেন তারা সবাই শিক্ষিত সমাজের মানুষ। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররাও উচ্চশিক্ষিত। এটি জাতীয় নির্বাচনের মতো নয়, তবে একটি মডেল নির্বাচন বলা যায়। আমরা চাই, আগামী জাতীয় নির্বাচন হোক শান্তিপূর্ণ ও উৎসবমুখর।