আবু সাঈদ হত্যার বিচার শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৫ এ ৭:৪৪ এএম
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধ মামলায় ৩০ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট বিচারিক প্যানেল এ আদেশ দেন। বিচারপতির অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। একইসঙ্গে, মামলার আসামিদের দায়মুক্তির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এই মামলায় গ্রেপ্তার হওয়া ছয়জন অভিযুক্তকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন- এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। এদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িত থাকার অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে রংপুরে পুলিশি গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। আন্দোলনের সময় রংপুর শহরের পার্ক মোড় এলাকায় তিনি গুলিবিদ্ধ হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।আবু সাঈদের মৃত্যু দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। এরপর দেশের বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচিত হয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়েরকৃত এই মামলার বিচার শুরুর মধ্য দিয়ে ভুক্তভোগী পরিবার এবং সচেতন নাগরিকরা ন্যায়বিচারের আশায় প্রহর গুনছেন।