শবেবরাত কবে? জানা গেল সম্ভাব্য তারিখ


শাবান মাসের চাঁদ দেখার প্রস্তুতির প্রতীকী চিত্র, যার ওপর নির্ভর করছে শবেবরাতের তারিখ নির্ধারণ।
মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় রাত পবিত্র শবেবরাত কবে পালিত হতে পারে—তা নিয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদ দেখা যাবে কি না, সে বিষয়ে জ্যোতির্বিদদের পর্যবেক্ষণ ও হিসাবের ভিত্তিতে শবেবরাতের সম্ভাব্য তারিখ সামনে এসেছে।
সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) মধ্যপ্রাচ্যে শাবান মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। বর্তমানে ওই অঞ্চলে হিজরি রজব মাসের ২৯তম দিন চলছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, শাবান মাসের ১৫তম রাতে শবেবরাত পালিত হয়।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের হিসাব অনুযায়ী, রোববার মধ্যপ্রাচ্যের কোনো দেশেই শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং শাবান মাস শুরু হতে পারে আগামী মঙ্গলবার থেকে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানান, রোববার শাবান মাসের চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগেই তা অস্ত যাবে। এ কারণে খালি চোখে চাঁদ দেখা অসম্ভব। তবে সোমবার (১৯ জানুয়ারি) খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
জ্যোতির্বিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়ায় সোমবার টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট দেশগুলোতে শাবান মাসের শুরু নির্ধারিত হবে।
এই হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ৩ ফেব্রুয়ারি রাতে পবিত্র শবেবরাত পালিত হতে পারে। বাংলাদেশে যদি সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তাহলে একই রাতে শবেবরাত পালিত হবে। তবে দেশে চাঁদ দেখা না গেলে শবেবরাত পালিত হতে পারে ৪ ফেব্রুয়ারি রাতে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পর।









