আসিফ নজরুল: চলছে জিজ্ঞাসাবাদ

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩ বাংলাদেশি ফেরত এসেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই, ২০২৫ এ ১:১৫ এএম
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল । ছবি সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল । ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩৬ জন বাংলাদেশির মধ্যে তিনজন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গণমাধ্যমকে তিনি জানান, দেশে ফিরেছেন যেসব ব্যক্তিরা, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিরাও দেশে ফিরলে একইভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

ড. আসিফ নজরুল এক গণমাধ্যমকে বলেন, তারা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করা হচ্ছে। কেউ যদি জড়িত থাকে, তবে দেশের নিজস্ব তদন্ত কিংবা মালয়েশিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল শুক্রবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ প্রচার ও অর্থ সংগ্রহের অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ শ্রমিকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইএস-এর পক্ষে প্রচারণা চালাত এবং সিরিয়া ও বাংলাদেশে অর্থ পাঠাত।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া তুলে ধরে উপদেষ্টা বলেন, মালয়েশিয়া আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। সেখানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এই ধরনের ঘটনায় আমাদের মতো মালয়েশিয়ার পক্ষেও উদ্বেগ প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে।

তিনি আরও বলেন, এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। দেশে ফেরত আসা প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কারও বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের প্রথা/এআর