বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই, ২০২৫ এ ১২:৩২ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (OHCHR) প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় এই চুক্তিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

 

চুক্তিটি চলতি সপ্তাহে স্বাক্ষরিত হয় এবং বিষয়টি জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ওয়েবসাইটে ১৮ জুলাই ২০২৫, শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এতে জাতিসংঘের পক্ষে স্বাক্ষর করেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক, আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সম্পৃক্ততা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে মানবাধিকার সংস্কার, গণবিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়ন ইত্যাদি বিষয়ে তথ্য-ভিত্তিক অনুসন্ধানে সংস্থাটি বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে।

 

হাইকমিশনার ফলকার তুর্ক চুক্তিটি সম্পর্কে বলেন, “এই সমঝোতা স্মারক বাংলাদেশের মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি রূপান্তরের একটি ভিত্তিপ্রস্তর।” তিনি আরও বলেন, “এই চুক্তি আমাদের কার্যালয়কে আগের প্রতিবেদনগুলোতে দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নে আরও কার্যকরভাবে সহায়তা করার সুযোগ করে দেবে। একই সঙ্গে সরকার, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে চলমান সংস্কার প্রক্রিয়ায় আমরা দক্ষতা ও কারিগরি সহায়তা দিতে পারব।”

 

নতুন এই OHCHR মিশন বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে। পাশাপাশি এটি সরকারি সংস্থা ও বেসরকারি খাতের কর্মীদের সক্ষমতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

 

এই চুক্তি জাতীয় ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানবাধিকার অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

 

আজকের প্রথা/এআর