নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবার আহ্বান রিজওয়ানা হাসানের

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৫ জানুয়ারী, ২০২৬ এ ৩:২১ এএম
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।

ঢাকার বেইলি রোডে অনুষ্ঠিত ‘রুটস টু লিগ্যাসি: প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের দায়িত্ব শুধু নিজের উন্নয়ন নয়, বরং অন্য মানুষ, প্রাণী ও প্রকৃতির সেবায় নিজেকে নিয়োজিত করা। দেশের জন্য কাজ করাই হওয়া উচিত জীবনের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, ব্যক্তিগত জীবনের সাফল্য ব্যক্তি ও পরিবার উদ্‌যাপন করলেও সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সাফল্য উদ্‌যাপন করে পুরো সমাজ ও রাষ্ট্র। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে—এই উপলব্ধি থেকেই পরিবর্তনের সূচনা হতে পারে।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অনুভূতি প্রকাশ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিনি আজ প্রধান অতিথি হিসেবে নয়, বরং ভিকারুননিসা নুন স্কুল পরিবারের একজন সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে গর্বিত ও সম্মানিত বোধ করছেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে অসংখ্য মেধাবী ও স্বনামধন্য শিক্ষার্থী গড়ে তুলেছে। যারা এ প্রতিষ্ঠানকে মহিমান্বিত করেছেন এবং মানুষ গড়ার কারিগর হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তাঁদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কাচের জগ ও গ্লাসে ফিরে যাওয়ার বিষয়টি শুধু অভ্যাসের নয়, এটি মূল্যবোধের প্রশ্ন। তিনি উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের প্লাস্টিক ব্যাগের পরিবর্তে চটের ব্যাগ ব্যবহারে পরিবারকে উৎসাহিত করার আহ্বান জানান। তাঁর ভাষায়, প্লাস্টিক আজ মানুষের রক্ত, ফুসফুস এমনকি মায়ের দুধেও পাওয়া যাচ্ছে, যা মানব অসচেতনতারই ফল।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, উপদেষ্টা রিজওয়ানা হাসান তাঁর মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তিনি ভিকারুননিসা নুন স্কুল পরিবারের সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অন্তর্বর্তী কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।

৭৫ বছরের গৌরবময় ঐতিহ্য উদ্‌যাপনের এই আয়োজনে উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। আয়োজকদের মতে, এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।