জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:২২ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও প্রতিনিধিদল।

ফ্লাইটের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রতিনিধি দলের সদস্যদের অপেক্ষা করতে দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোববার গভীর রাতে নিউইয়র্কগামী ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্কে পৌঁছাবেন এবং আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফর শেষে আগামী ২ অক্টোবর প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

জাতিসংঘের অধিবেশনে ড. ইউনূস দেশে বাস্তবায়িত সংস্কার কার্যক্রম ও আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে উচ্চপর্যায়ের বৈঠকেও বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’-এর মাধ্যমে এই সংকটের কার্যকর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন পরিকল্পনা উপস্থাপন করতে পারে। গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ একটি প্রস্তাবনা তৈরি করেছে।

এ ছাড়া, ২৫ সেপ্টেম্বর যুব উন্নয়ন কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সফরের সময় তিনি জাতিসংঘ মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেবেন।