আ.লীগ নিষিদ্ধ হলেও ভোটাধিকার অক্ষুণ্ণ: ফাওজুল করিম

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
১৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৮:২৫ এএম
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান। ছবি:সংগৃহীত

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান। ছবি:সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ হবে না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন তা নির্ধারণের অধিকার রাখেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দল নেই। এ সরকার সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা ছাড়া কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিকভাবে কারও পক্ষ নিতে পারবেন না। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ফাওজুল করিম খান আরও বলেন, যে দলই নির্বাচনে জয়ী হোক, সরকারি কর্মকর্তারা সেই দলের হয়ে কাজ করবেন। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে করেছে, যা ছিল ‘লায়লাতুল নির্বাচন’।

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই। তবে শিল্পকারখানায় সামান্য গ্যাস সংকট আছে, যা শিগগিরই সমাধান হবে। সরকার সবসময় লোডশেডিং পরিস্থিতি মনিটর করছে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে জনসাধারণ কিছুটা দুর্ভোগে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কাজে সাময়িক দুর্ভোগ অস্বীকার করা যায় না। পরে তিনি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।