নাতি হারিয়ে আহাজারি

আমার কলিজারে আজরাইলে নিছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৫ এ ১২:০০ পিএম
আমার কলিজারে আজরাইলে নিছে : ছবি সংগৃহীত

আমার কলিজারে আজরাইলে নিছে : ছবি সংগৃহীত

আমার নাতি নাহিদ তৃতীয় শ্রেণিতে পড়ত। আমার কলিজার টুকরা আর নাই। আজরাইলে নিছে রে, আমার কলিজারে আজরাইলে নিছে”—জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রাস্তার ওপর বসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মোসলেম উদ্দিন। নিহত শিক্ষার্থী নাহিদের আপন নানা তিনি।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে শিশু শিক্ষার্থী নাহিদ হাসান।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর মাত্র ১২ মিনিটের মাথায় বিমানটি মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, আগুনে পুড়ে গুরুতর আহত হন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর দগ্ধ অন্তত ৫০ জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "এই দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।


আজকের প্রথা/মেহেদি-হাসান