আইএসপিআর দিল হাসপাতালের হতাহতদের তালিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৫ এ ১২:১১ পিএম
বিমান দুর্ঘটনায় আহতদের তালিকা জানাল আইএসপিআর  : ছবি সংগৃহীত

বিমান দুর্ঘটনায় আহতদের তালিকা জানাল আইএসপিআর : ছবি সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিহত ও আহতদের নামসহ তালিকা প্রকাশ করে।

তালিকায় উল্লেখ করা হয়, বিভিন্ন হাসপাতালে ভর্তি অবস্থায় আহত ও নিহতদের পরিসংখ্যান নিম্নরূপ:

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই

জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২

সিএমএইচ-ঢাকা: আহত ১৪, নিহত ১১

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত নেই, নিহত ২

লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১১, নিহত ২

উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসা টিম ঘটনাস্থলে এবং হাসপাতালে সমন্বিতভাবে কাজ করছে। সরকারিভাবে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিস্তারিত আসছে...