সাভারে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
১৯ জুলাই, ২০২৫ এ ১:২০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রে সজ্জিত তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ধারালো ছুরি ও লোহার তৈরি এসএস পাইপ উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জুলাই) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীন কবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাভার পৌর এলাকার সিআরপি মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের ঘোড়াঘাট থানার বলাহার গ্রামের মৃত জাহিদের ছেলে ইয়াব (৩২), সাভারের লালটেক উড়চাপাইন মহল্লার মো. নিজামের ছেলে রাকিব সরদার (১৯) এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার নীলগ্রামের আলী আক্কাসের ছেলে আ. করিম ওরফে বিচ্চু (৩২)।

পুলিশ জানায়, শাহাদাত হোসেন নামে এক ব্যক্তি তাঁর চাচাতো ভাইয়ের জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। এ সময় ৯-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে লক্ষ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সাভার মডেল থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ডাকাতকে আটক করে। তবে ডাকাত দলের বাকি সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে পুলিশ ধারালো ছুরি এবং লোহার তৈরি এসএস পাইপ উদ্ধার করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীন কবির বলেন, “তিন ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আজকের প্রথা/এআর