গোপালগঞ্জে কারফিউর সময়সীমা ফের বাড়ানো হয়েছে

গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি
গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি
১৮ জুলাই, ২০২৫ এ ১:১১ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর টানা কারফিউর মধ্যে আরও এক দফা সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫—জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে জানানো হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১৬ জুলাই, এনসিপির ঘোষিত পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। দিনভর চলা সংঘর্ষে কয়েকজন নিহত হন এবং অনেকেই আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম দফায় ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় কারফিউ বাড়িয়ে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই দুপুর ১১টা পর্যন্ত করা হয়। তিন ঘণ্টার বিরতি দিয়ে পুনরায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর রাখা হয়।

এদিকে, চলমান কারফিউর মাঝেও শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল। আন্তঃজেলা বাস চলাচল শুরু হয় সকালেই। বৃহস্পতিবারের তুলনায় আজ (শুক্রবার) রাস্তায় জনসাধারণের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী পরিস্থিতি অনুযায়ী কারফিউ সংক্রান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

 

আজকের প্রথা/ইতি