শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ করল সিআইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ৭:১৯ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। লকারটির নম্বর ১২৮ বলে জানা গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব। তিনি জানান, পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত উক্ত লকারের খোঁজ মেলে সম্প্রতি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে নিশ্চিত হওয়ার পরই এটি জব্দ করা হয়েছে।

সিআইসির মহাপরিচালক আরও জানান, লকারটির দুটি চাবি রয়েছে। এর একটি শেখ হাসিনার কাছে আছে বলে ধারণা করা হচ্ছে। অপর চাবিটি ব্যাংকের নিয়ম অনুযায়ী শাখায় সংরক্ষিত থাকে। আজ সকালে সিআইসির একটি বিশেষ টিম লকারটি জব্দ করে।

লকারে কী রয়েছে, তা এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই লকার খোলার ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আদালতের অনুমতিও নেওয়া হবে।

প্রসঙ্গত, শেখ হাসিনার নামেই ব্যাংকের নথিপত্রে লকারের মালিকানা উল্লেখ রয়েছে বলে জানিয়েছে সিআইসি। এ ঘটনার পর ব্যাংকিং খাতে আলোড়ন সৃষ্টি হয়েছে।