আজ প্রথম প্রেম মনে করার বিশেষ দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:০৪ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কখনো কি অজান্তেই কারও কথা মনে পড়ে ঠোঁটে এক চিলতে হাসি লেগেছে? মনে পড়েছে সেই প্রথম স্পর্শ, প্রথম হাত ধরা কিংবা একসঙ্গে হাঁটার মুহূর্ত? হ্যাঁ, সেই প্রথম প্রেমের কথাই বলা হচ্ছে আজ। জীবনের এক অনন্য অনুভূতি হলো প্রথম প্রেম, যা কখনোই কাউকে ভাষায় বুঝিয়ে বলা যায় না।

প্রথম প্রেম থাকে নির্মল, নিঃস্বার্থ এবং স্বতঃস্ফূর্ত। এখানে থাকে না কোনো হিসাব-নিকাশ বা অপরাধবোধ। প্রথম প্রেম মানেই উজাড় করে ভালোবাসা, প্রাণ খুলে মনের কথা বলা এবং একে অন্যের ভেতরে নতুন কিছু খুঁজে পাওয়া। তাই তো প্রথম প্রেমের স্মৃতি হয়ে ওঠে জীবনের অবিস্মরণীয় অধ্যায়।

আজ ১৮ সেপ্টেম্বর ‘প্রথম প্রেম দিবস’। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির সূচনা হয়। এরপর থেকে প্রতিবছর এদিন বিশেষভাবে পালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে দিনটি সরকারি ছুটির মধ্য দিয়েই উদ্‌যাপিত হয়, যদিও এর উৎপত্তি কীভাবে তা আজও অজানা। তবে মূল লক্ষ্য একটাই—প্রথম প্রেমের মধুর স্মৃতি ফিরিয়ে আনা।

যদি সেই মানুষটি এখনও আপনার সঙ্গেই থাকেন, তবে আজকের দিনটি হতে পারে নতুন করে ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ। আর যদি না-ও থাকেন, তবে স্মৃতির অ্যালবাম উল্টে একবার ঘুরে আসতে পারেন সেই রঙিন দিনগুলোর ভেতর থেকে।

কবি আহসান হাবীব লিখেছিলেন—“তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে।” আবার অনেকেই বলেন, প্রথম প্রেম ভুলে যায় সময়ের সাথে। তবুও যখনই হৃদয় ভালোবাসায় ভরে ওঠে, তখনই সেটি হয়ে ওঠে ‘প্রথম প্রেম’। তাই হয়তো হুমায়ুন আজাদ বলেছিলেন—“প্রেম যখন আসে, প্রতিটি প্রেমই প্রথম প্রেম।”