রোহিঙ্গাদের আশ্রয়ে বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র


ছবি : সংগৃহীত
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশই নয়, এই অঞ্চলের আরও কয়েকটি দেশকে ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন, যারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাসহ মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে।
রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় এক প্রেস বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমি পিগট বলেন, বাংলাদেশ অসাধারণ মানবিক দায়িত্ব পালন করছে। তিনি কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে দীর্ঘদিন ধরে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টারও প্রশংসা করেন।
২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অবস্থান করছিল। বর্তমানে নতুন আগত শরণার্থীদের মিলিয়ে বাংলাদেশে বসবাস করছে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা।
রোহিঙ্গাদের উপস্থিতি কক্সবাজার অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় গভীর প্রভাব ফেলছে। শরণার্থী শিবিরগুলোতে প্রতিবছর প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে, যা সংকটকে আরও জটিল ও দীর্ঘস্থায়ী করে তুলছে।
বাংলাদেশ সরকারের মানবিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও, এ সংকটের স্থায়ী সমাধান এখনো অধরাই রয়ে গেছে। আন্তর্জাতিক মহলের সহায়তা এবং মিয়ানমারের রাজনৈতিক সমাধান ছাড়া এই মানবিক সংকট প্রশমিত করা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।