ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উত্তেজনা

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:০৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদকচক্রগুলোকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ উদ্দেশ্যে পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন গণমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমগুলো জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এই অভিযান চালানো হতে পারে। সরকারি একটি সূত্র জানিয়েছে, অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান ইতোমধ্যেই পুয়ের্তো রিকোতে অবস্থান করছে।

সিএনএন একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর ওপর সরাসরি হামলার পরিকল্পনা করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা পরিহার করুন। আমাদের সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতাকে সম্মান জানাতে হবে।” তবে আলোচনার দ্বার খোলা আছে বলেও তিনি ইঙ্গিত দেন।

মাদুরো আরও বলেন, “আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। এমন কোনো মতপার্থক্য নেই, যা সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনায় বিশ্বাসী।” একইসঙ্গে তিনি সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদুরো সতর্ক করে বলেন, ভেনেজুয়েলায় হামলা হলে সেটি দ্রুতই সশস্ত্র সংগ্রামে রূপ নেবে।

অন্যদিকে ট্রাম্প সংবাদমাধ্যমকে জানান, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে তিনি দেশটির নির্বাচনব্যবস্থাকে “অস্বাভাবিক” বলে আখ্যা দেন। ট্রাম্প ইঙ্গিত করেন, ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট মাদুরোকে পশ্চিমা বিশ্বের বহু দেশ বৈধ মনে করে না।