ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় নিখোঁজ ১১ সেনা

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৬ আগস্ট, ২০২৫ এ ৪:৩১ এএম
বন্যায় নিখোঁজ ১৫০, সেনা ক্যাম্প থেকে ১১ সেনা নিখোঁজ । ছবি : সংগৃহীত

বন্যায় নিখোঁজ ১৫০, সেনা ক্যাম্প থেকে ১১ সেনা নিখোঁজ । ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির পর ভয়াবহ আকস্মিক বন্যায় একটি সম্পূর্ণ গ্রাম ভেসে গেছে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন ১৫০ জনেরও বেশি। নিখোঁজদের মধ্যে ১১ জন ভারতীয় সেনা রয়েছেন, যাদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিল এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যায় সেনা ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যাম্পে অবস্থানরত ১১ জন সেনা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষীর গঙ্গা নদীর উজানে ক্লাউডব্রাস্ট বা হঠাৎ ভারী বর্ষণের ঘটনা ঘটে। এই ক্লাউডব্রাস্টের ফলে পাহাড়ি ঢলে সৃষ্টি হয় প্রবল বন্যার। তীব্র স্রোতে নদী ও পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা পানি নিম্নাঞ্চলে প্রবল বেগে আঘাত হানে এবং যা সামনে পেয়েছে তা ভাসিয়ে নিয়ে গেছে।

বিপর্যয়ের পরপরই ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা শুরু করে। তবে টানা খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। আজও সেখানে বড় পরিসরে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।

ক্লাউডব্রাস্ট ভারতের হিমালয়ীয় অঞ্চলে একটি সাধারণ কিন্তু ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ। খুব স্বল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হলে পাহাড় থেকে হঠাৎ নেমে আসে পানি ও কাদামাটি। এর ফলে তাৎক্ষণিক বন্যা দেখা দেয় এবং তা ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।