ভয়াবহ আগুনে ধ্বংস মার্শাল দ্বীপপুঞ্জের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৬ আগস্ট, ২০২৫ এ ৫:০১ এএম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

মার্শাল দ্বীপপুঞ্জের জাতীয় পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে লাগা এই আগুনে মুহূর্তের মধ্যে ভবনটি ছেয়ে যায় আগুনে। এক রাতের মধ্যেই পুরো ভবনটি ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন এতটাই ভয়াবহ ছিল যে পার্লামেন্ট ভবনের অর্ধেক সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং বাকি অংশও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

দেশটির পুলিশ বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারে জানান, পুরো ভবনটিই কার্যত ধ্বংস হয়ে গেছে। যদিও এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও মেলেনি।

মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একটি ছোট দ্বীপ রাষ্ট্র। প্রায় ৪২ হাজার জনসংখ্যার দেশটির অর্ধেকের বেশি মানুষ রাজধানী মাজুরোতে বসবাস করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ চুক্তি অনুযায়ী দেশটি অর্থনৈতিক সহায়তা পায় এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক প্রবেশাধিকার দিয়ে থাকে। এছাড়া মার্শাল দ্বীপপুঞ্জ তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

রাষ্ট্রপতি হিলডা হেইনের কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অগ্নিকাণ্ডের পর জাতীয় সংসদ ভবনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে সামনে দেশটির রাজনৈতিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।