বাধ্যতামূলক ছুটিতে সায়মা ওয়াজেদ, দায়িত্ব নিচ্ছেন ক্যাথরিনা বোহমি


সায়মা ওয়াজেদ ছবি : সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘বিতর্কিত’ আঞ্চলিক পরিচালক এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
চার মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে দুটি মামলা দায়ের করে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে ছুটিতে পাঠানো হলো বলে জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার এক সংক্ষিপ্ত ই-মেইল বার্তায় সংস্থার স্টাফদের জানান, “সায়মা ওয়াজেদ ১১ জুলাই থেকে ছুটিতে থাকবেন।” তাঁর অনুপস্থিতিতে সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিনা বোহমি আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করবেন।
নিয়োগের শুরু থেকেই বিতর্ক
২০২৪ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন সায়মা ওয়াজেদ পুতুল। তবে তাঁর এই নিয়োগ শুরু থেকেই বিতর্কিত ছিল। বিভিন্ন মহলের অভিযোগ ছিল, তার মা শেখ হাসিনা অবৈধ প্রভাব খাটিয়ে তাকে এই পদে বসিয়েছেন।
আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা হেলথ পলিসি ওয়াচ জানায়, চলতি বছরের জানুয়ারিতেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
দুদকের অভিযোগ
দুদক অভিযোগ করে, আঞ্চলিক পরিচালক হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন সায়মা ওয়াজেদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সম্মানসূচক পদে আছেন বলে দাবি করেন, যা ভুয়া।
এছাড়া ক্ষমতার অপব্যবহার করে নিজের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের নামে ২ দশমিক ৮ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে উত্তোলন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
বাংলাদেশে মামলা দায়েরের পর থেকেই WHO’র ভেতরে তার ক্ষমতা খর্ব হতে শুরু করে। একপর্যায়ে তার প্রশাসনিক কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করে সংস্থাটি।
সূত্র: হেলথ পলিসি ওয়াচ
আজকের প্রথা/ইতি