ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প-সুনামির আশঙ্কা

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১০ অক্টোবর, ২০২৫ এ ৪:১৫ এএম
ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প : ছবি সংগৃহীত

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প : ছবি সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা স্থানীয় সময় শনিবার রাতে অনুভূত হয়। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে উপকূলবর্তী অঞ্চলে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা তৎক্ষণাৎ সুনামি সতর্কতা জারি করেছে এবং উপকূলীয় এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের উপকূলের অদূরে সমুদ্রের গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং অনেক মানুষ রাস্তায় বেরিয়ে আসে। স্থানীয় সময় রাত হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা সম্ভব হয়নি, তবে কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে।

প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা (Pacific Tsunami Warning Center) জানায়, ভূমিকম্পের পর সাগরে ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত উঠতে পারে, যা জনজীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষ করে ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলগুলোতে এই ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সতর্কতা শুধু ফিলিপাইনের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতিবেশী ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউতেও সম্ভাব্য সুনামির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেসব দেশে ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা প্রায় ৩ ফুট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়।

স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আপাতত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।