পাকিস্তানের হামলায় চামান সীমান্তে নিহত ২৩ আফগান সেনা


চামান সীমান্তে আফগান ও পাকিস্তান সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে আফগান ও পাকিস্তান সেনাদের মধ্যে উত্তেজনা পুনরায় তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের পক্ষের দাবি, শুক্রবার মধ্যরাতে আফগান তালেবান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর পরপরই পাকিস্তান সেনারা প্রতিরোধমূলক জবাব দিতে বাধ্য হয়।
প্রাথমিক পর্যায়ে হালকা অস্ত্র ব্যবহার করে পাল্টা আক্রমণ শুরু হয়, যা প্রায় ৪৫ মিনিট স্থায়ী ছিল। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠায় পাকিস্তান সেনারা পরে ভারী অস্ত্র মোতায়েন করে। এর মধ্যে রকেট লঞ্চার, কামান ও উচ্চক্ষমতার গুলি নিক্ষেপকারী অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে সূত্র।
পাকিস্তানের একটি বিশ্বস্ত নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ জানিয়েছে, তালেবান সেনাদের অন্তত তিনটি সীমান্ত চৌকি এই হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সূত্রটি আরও দাবি করে, “সাধারণ আফগান নাগরিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে।”
প্রথম ধাপের গোলাগুলির পর আফগান সেনারা জনবসতিপূর্ণ এলাকায় অবস্থান নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। সেখান থেকেও তারা পাকিস্তান সীমান্তের দিকে গুলি ছোড়ে। পরিস্থিতির অবনতি ঠেকাতে পাকিস্তান সেনারা সেই এলাকাতেও ভারী অস্ত্রের আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।










