নীরবতায় বিদায় নিলেন অভিনেত্রী নাজিমা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৫ এ ৬:২৭ এএম
অভিনেত্রী নাজিমা   ছবি : সংগৃহীত

অভিনেত্রী নাজিমা ছবি : সংগৃহীত

বলিউড হারালো এক নীরব দীপশিখা—যার আলো হয়তো ম্লান হয়েছিল বহু আগেই, কিন্তু যার উষ্ণতা ও স্নিগ্ধতা রয়ে গিয়েছিল চিরকালীন। সত্তরের দশকের প্রেক্ষাগৃহ মাতানো সেই বর্ষীয়ান চরিত্রাভিনেত্রী নাজিমা চলে গেলেন না ফেরার দেশে।

গত ১১ আগস্ট, ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই প্রখ্যাত অভিনেত্রী। মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তাঁর কাজিন জারিন বাবু। জীবনের শেষ অধ্যায় কাটিয়েছেন মুম্বাইয়ের দাদারে, দুই সন্তানের সান্নিধ্যে। তবু তাঁর দিনগুলো ছিল নীরবতা ও একাকিত্বে আচ্ছন্ন।

চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে থেকেও দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়া নাজিমা ছিলেন সত্যিকারের রূপালী পর্দার এক নক্ষত্র। ‘দেবদাস’-এ পারোর শৈশবের বন্ধু, ‘আয়ে দিন বাহার কে’-তে আশা পারেখের বোন কিংবা ‘ড্রিম গার্ল’-এ হেমা মালিনীর অন্তরঙ্গ সঙ্গী—সব চরিত্রেই তিনি অমলিন ছাপ রেখে গেছেন। রাজ কাপুর প্রযোজিত ‘অব দিল্লি দূর নেহি’ থেকে শুরু করে রাজেশ খান্নার সঙ্গে ‘অউরত’ ও ‘ডোলি’, সঞ্জীব কাপুরের সঙ্গে ‘নিশান’—প্রতিটি চলচ্চিত্রেই তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

১৯৪৮ সালের ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্ম নেন মেহর-উন-নিসা, যিনি চলচ্চিত্র জগতে নাজিমা নামে খ্যাতি পান। মাত্র চার বছর বয়সে ‘বেবি চাঁদ’ নামে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। বিমল রায়ের ‘দো বিঘা জমিন’-এ বড় বোনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো নজরে আসেন। এরপর ‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন বলিউডের প্রিয় মুখ।

নাজিমা আর নেই, কিন্তু তাঁর অভিনীত চরিত্র, সংলাপ ও পর্দার হাসি অমর হয়ে থাকবে সিনেমাপ্রেমীদের মনে। ঠিক যেন কোনো ছবির শেষ দৃশ্যের পরও ধ্বনিত হতে থাকা এক মধুর সুরের মতো, যা চিরকাল হৃদয়ে বেঁচে থাকবে।